ফ্রীল্যান্সিং এর কাজ শুরুর ৩১ দিনের এই ধাপের আজ হলো চতুর্থ দিন

কোয়ালিটি আর্টিকেল নিয়ে দুঃশ্চিন্তা! দুর করুন আজই

No Image

ওয়ার্ডপ্রেস ইনষ্টল নতুন ডোমেই পারচেজ

June 4, 2019 Sultana 0

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি সিম্পল কিন্তু খুবই প্রয়োজনীয় বিষয় নিয়ে। আমি আপনাদের দেখাবো কিভাবে বিস্তারিত>>

চতুর্থ দিন: আপনার ক্লায়েন্ট এর মনে জায়গা করে নিন

 

ফ্রীল্যান্সিং এর কাজ শুরুর ৩১ দিনের এই ধাপের আজ হলো চতুর্থ দিন(ধরে  নিন,নিজেকে আরো ভালো ভাবে তৈরী করার একটি দিন)।

আজকের দিন আপনি নির্ধারণ করবেন যে আপনি কোন ক্লায়েন্ট এর সাথে কাজ করতে চান এবং আউটসোর্সিংএর জন্য তারা যাকে নির্বাচন করছেন, তার কাছে তারা প্রকৃত পক্ষে কি চান?

সুতরাং প্রথমেই আপনার যে প্রশ্ন টি ভাবতে হবে সেটি হলো – আমার জন্য আদর্শ ক্লায়েন্ট কেমন হবে? এই প্রশ্নের উপায় খোঁজার সব চেয়ে ভালো উপায় হলো

> কারা আপনাকে কাজ দিতে চান।

> কারা ইচ্ছুক এবং আপনাকে আপনার চাহিদা মোতাবেক পেমেন্ট করতে সক্ষম।

লক্ষ্য করুন, আমি চাওয়া শব্দ টি ব্যবহার করেছি, প্রয়োজন শব্দ টি নয়।  এটি দুটো ভিন্ন বিষয় কিন্তু এদের পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ।

আপনার সাহায্য প্রয়োজন  এমন মক্কেল অপেক্ষা আপনি এমন একজন মক্কেল কে চান, যিনি আপনার কাছ থেকে কাজ পেতে ইচ্ছুক, কিন্তু আপনি হয়তোবা এই বিষয়ে সচেতন নন।

একজন মক্কেলের আপনার কাজের প্রয়োজন হতে পারে কিন্তু তিনি সেটি আপনার কাছে নাও খুঁজতে পারেন। এই ধরণের পরিস্থিতিতে আপনাকে আপনার মক্কেলকে সচেতন করতে হবে এবং অনেক বেশি পরিশ্রম করতে হবে যেন আপনার মক্কেল আপনাকে দিয়ে কাজ করাতে চান।

অন্য দিকে যেসব ক্লায়েন্ট/ রা আপনাকে দিয়ে কাজ করাতে চান, আপনার একমাত্র কাজ হলো তাদেরকে এটি নিশ্চিত করা যে তাদের কাজের জন্য আপনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

আপনার টার্গেট ক্লায়েন্ট কে?
আপনার ক্লায়েন্টদের যত বেশি সম্ভব, সুনির্দিষ্ট কিছু গুনাবলী চিহ্নিত করুন:
* লিঙ্গ
* বয়স
*বৈবাহিক অবস্থা
* পারিবারিক অবস্থা
* বাসস্থান গত অবস্থা

আপনার নির্ধারিত ক্লায়েন্টের এই বিষয় গুলো নিয়েও ভাবুন:
* পেশা

* বাৎসরিক আয়

* শ্রমশীলতা

*জীবনের উদ্দেশ্য

* শখ

*কোন ধরণের প্রতিষ্ঠানে তিনি কাজ করেন

* কি ধরণের বই বা ম্যাগাজিন তারা পড়েন

* কি ধরণের টিভি অনুষ্ঠান তারা দেখেন

* কোন পডকাস্ট তারা শুনে থাকেন ,

* কাদের কে তারা সম্মান করেন এবং কাদেরকে শুনেন।
আমার কপিরাইটার গুরু লরি মরগান ফেরেরও তার নির্ধারিত  মক্কেলকে সুনাম ও পরিচিতি দেয়ার জন্য অনেক বেশি চেষ্টা করতেন। আপনিও এটি করে দেখতে পারেন।
অথবা ভেবে বের করুন এমন কিছু লোকেদের যাদের আপনার প্রত্যাশিত মক্কেল হওয়ার আশা করা যায়।
এটি হচ্ছে শুধু মাত্র প্রথম ধাপ। পরবর্তী ধাপ হচ্ছে আপনার প্রত্যাশিত মক্কেল কি চায় তা খুঁজে বের করা।
আপনার মক্কেল কি চায়?
আপনার নির্ধারিত মক্কেল সম্পর্কে জানা এখন অনেক সহজ, এজন্য ইন্টারনেটকে ধন্যবাদ। আপনি যদি দুই তিনজন সুনির্দিষ্ট ব্যক্তিকে ইন্টারনেট এর মাধ্যমে বেছে নিতে পারেন, যাদের প্রোফাইল আপনার কাঙ্খিত মক্কেল দের সাথে মিলে যায়, তাহলে আপনার মার্কেট রিসার্চ আরো সহজ হয়ে যাবে। এখানে কিছু বিষয় উল্লেখ করা হলো যেগুলো আপনি করতে পারেন:
* তাদেরকে টুইটার এ ফলো করতে পারেন এবং তাদের টুইটার স্ট্রিম শুনতে পারেন।
* তাদের ব্লগ পড়ুন। কমেন্ট করুন এবং নিয়মিত যোগাযোগ রাখুন।
* তাদের নিউজলেটার এর সাবস্ক্রাইবার হতে পারেন।
* তাদের ফেসবুক পেজ এর ফ্যান হতে পারেন।

এমন কি আপনি যদি মনে করেন, তাহলে ত্বরিত ইমেইল ইন্টারভিউ এর জন্যও রিকোয়েস্ট পাঠাতে পারেন। তিনটি প্রশ্ন বেছে নিন যেন তা গুরুত্বপুর্ন হয়।
যদি এমন কোনো সুনির্দিষ্ট ব্যক্তি আপনার ধারণায় না ও থেকে থাকে, তবুও যে শ্রম বাজারে আপনি কাজ করতে চান, তার ব্যাপারে কিছু গবেষনা করুন।
*গুগল এ যান এবং সবচেয়ে প্রাসঙ্গিক ব্লগ, সাইট এবং ফোরাম গুলো দেখুন।
* আপনি যদি গুগল থেকে থাকেন, তাহলে এই ক্ষেত্রের সর্বশেষ আপডেট যুক্ত ইমেইলগুলো পেতে গুগলরিডার সেট আপ করুন।
* এই ক্ষেত্রের বিভিন্ন টার্ম গুলোর মানে জানতে alltop.com ঘুরে আসুন।
* tweetdeck বা টুইট সার্চ ব্যবহার করে দেখুন, বিভিন্ন ব্যক্তিগণ কি বিষয়ে টুইট করছেন।
সেইসাথে কিন্তু অফলাইন রেসোর্স গুলোর কথা ভুলে যাবেন না। যেমন:
* এই ক্ষেত্রটি সম্পর্কিত বিভিন্ন বই ও ম্যাগাজিন।
* ফ্রীল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন সমিতির মিটিং ও কনফারেন্স সমূহ ( যখন আপনার পক্ষে সম্ভব হয় তখন এগুলোতে উপস্থিত থাকবেন।
আপনি যখন এত কিছু করছেন, তখন বিভিন্ন ব্যক্তিগণ কি বিষয়ে চাপের বা পীড়নের সম্মুখীন হয়, সেই বিষয়ে নোট নিন। আপনার কি এমন কোনো দক্ষতা আছে যার মাধ্যমে এসব সমস্যার সুরাহা করা যায়? আপনার নির্বাচিত মক্কেলদের কারা কারা এই ধরণের পরিষেবা করা প্রদান করেছেন, তাও একটু দেখে রাখুন।
ইতিমধ্যে আপনার মক্কেল কি চায়, এই বিষয়ে আপনার ভালো ধারণা হয়ে যাওয়ার কথা। যাই হোক এটি একটি চলমান প্রক্রিয়া। আপনার টার্গেট করা ক্লায়েন্টদের ব্যাপারে এবং তাদের কাজের ক্ষেত্র সম্পর্কে আপনাকে খোঁজখবর রাখতে হবে। প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু সময় আলাদা করে রাখুন যখন আপনি এই সাইট, ব্লগ বা ফোরামগুলোতে যেয়ে অনেক কিছুই জানতে পারবেন।
ফোরাম গুলোর ব্যাপারে কি ভাবছেন, যে গুলোতে যোগ দিতে আপনাকে পেমেন্ট করতে হবে? যদি আপনার হাতে পর্যাপ্ত টাকা থাকে, তাহলে সব চেয়ে ভালো ফোরাম টিতে যোগ দিন। আরো ভালো হয় যদি এই ফোরামের মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত মক্কেলদের সাথে যোগাযোগ করতে পারেন।
এখনকার মত, আপনার কাঙ্খিত মক্কেল এর একটি ছবি আপনার মনে গেঁথে রাখুন। এখন থেকে আপনার ফ্রীল্যান্সিং ক্যারিয়ার এর জন্য তিনি হলেন সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।
আজকে যে কাজগুলো করলেন, এগুলোর বিষয়ে আপনার মতামত কি? আপনি কি আপনার কাঙ্খিত মক্কেল সম্পর্কে এমন কিছু জানতে পারলেন, যা আগে কখনো জানতেন না? নিচের কমেন্টস ঘরে লিখে আপনার মতামত জানান।