
আপনি কি Affiliate বা CPA Marketing নিয়ে কাজ করবেন বলে ভাবছেন বা নতুন কি প্রডাক্ট সিলেকশন করবেন তা নিয়ে রিসার্স করছেন? এক্ষেত্রে Yoonla Digital Lifestyle হতে পারে সত্যিই অনন্য এক সিপিএ মারকেটিং প্লাটফরম। আসুন বিস্তারিত জানি।
আমি নতুন এবং ইফেকটিভ অনলাইন উপার্জনের উপায় খুজছিলাম যা দিনশেষে মুখে হাসি ফুটাতে পারে। নেটে অনেক খুজাখুজির পর ফেসবুক গ্রুপের মাধ্যমে জানতে পারলাম একটি সিপিএ প্লাটফরম এর কথা; আর হ্যা, সেটা হল Yoonla. ইয়োনলা গড়তে পারে আপনার সম্পূর্ন ডিজিটাল লাইফ স্টাইল।
ইয়োনলা আসলে কি?
Yoonla™ একটি শীর্ষ স্থানীয় Digital Lifestyle Platform যা আপনাকে একজন পরিপূর্ন উদ্যোক্তা হতে সাহায্য করে। Yoonla™ সীমিত কাজে যথেস্ট উপার্জনের নিশ্চয়তা দেয় এবং উপহার দেয় Ultimate Digital Lifestyle.
Yoonla™ এর প্রতিষ্ঠাতা মি. Reno Van Boven, ডিজিটাল লাইফ ষ্টাইল বিনিরমানের গুরু এ জগতে যার অভিজ্ঞতা ১০ বছরের বেশী।
ইয়োনলা সিপিএ (কষ্ট পার একশন) টাইপ এ্যাফিলিয়েট প্রোগ্রাম, এটা হতে আপনি ২ ভাবে উপার্জন করতে পারেনঃ
১। আপনার রেফারেলে কোন ব্যাক্তি যখন ইয়োনলাতে সাইন আপ বা জয়েন করে,
২। বর্তমানের কোন মেম্বর যখন সাধারন /ফ্রি মেম্বারশিপ হতে ভিআইপি/এলিট মেম্বারশিপে আপগ্রেড করে।
অর্থাৎ ইয়োনলা আপনাকে ২ ধাপে কমিশন নিশ্চিত করে; আপনার রেফারেলে যেকোন সাইন আপ এবং ভিআইপি মেম্বারশিপে উন্নীতকরন।
Yoonla কিভাবে কাজ করে?
আপনার প্রয়োজন Yoonla ফ্রি মেম্বরশিপে সাইন আপ।
সাইনআপ/জয়েক করতে এখানে ক্লিক করুন।
এখানে আপনি ফ্রি মেম্বরশিপ ড্যাশবোর্ড এ পাবেন পরিপূর্ণ গাইডলাইন যা কাজ করবে ইয়োনলা গুরু হিসাবে।
Yoonla তে জয়েন করতে খরচ কত?
না কোন জয়েনিং ফি নাই, সম্পূর্ণ ফ্রি!
তবে আপনাকে পরিপূর্ণ উপার্জন করতে হলে কয়েকধাপে নিনিয়োগ করতে হবে: আপনার প্রয়োজন হবে একটা ডোমেইন, হোষ্টিং এবং অটোরেসপন্ডার।
Yoonla-র জনক কে?
নিউজিল্যান্ডের Mr. Reno Van Boven এর দীর্ঘ দিনের ষাধনা, গবেষনা ও পরিশ্রমের ফসল Yoonla.
নিউজিল্যান্ডের সফল উদ্যোক্তা Mr. Reno Van Boven তার অনলাইন ব্যাবসা শুরু করেন ২০০৬ সালের দিকে। খুব শীঘ্রই তিনি অনুধাবন করেন যে Internet marketing শুধু আরথিক সফলতাই এনে দেয় না, এটা একটা পরিপূর্ণ ডিজিটাল লাইফষ্টাইলও উপহার দেয় কারন এর মেকানিজম আপনাকে নিশ্চিত আয়ের ব্যবস্থা করে, এমনকি আপনি যদি কর্মস্থলে উপস্থিত নাও থাকেন।
Mr. Reno-র প্রথম মারকেটিং প্রোজেক্ট কয়েক মাসের মধ্যে সফল হয় এবং ৬ মাসের মধ্যে ২য় ফেজ মারকেটিং সিস্টেম চালু করেন যা চলছে অত্যন্ত সফলতার সাথে।
বিশ্বব্যাপী রেনো’র মারকেটিং পলিসি কাজে লাগিয়ে তার অনেক ক্লায়েন্ট ৫ ফিগার আয় করছে যা সত্যিই আশাব্যাঞ্জক।
Yoonla আর কি করতে পারে?
আপনি যদি পুরোপুরি নতুন উদ্যোক্তা বা মধ্যম মানের অনলাইন মারকেটার হয়ে থাকেন এবং আপনার যদি যদি যথেষ্ঠ কর্ম উদ্দীপনা থাকে, Yoonla আপনাকে পৌছে দিবে অনলাইন মারকেটিং সফলতার স্বর্ণশীখরে! আপনার যদি এ্যাফিলিয়েট/সিপিএ মারকেটিং অভিজ্ঞতা থাকে সেটা কাজে লাগান, কাজে লাগান আপনার মূল্যবান ই-মেইল লিষ্ট যা সফলতা দিবে রাতিরাতি। Yoonla-র মারকেটিং সিস্টেম আপনাকে ধাপে ধাপে নিয়ে যাবে কাঙ্খিত গন্তব্যে।
আর যদি ই-মেইল লিষ্ট না থাকে তবে দ্রুত একটি ই-মেইল লিষ্ট করে ফেলুন।
মনে রাখবেন আপনার যদি একটা ইমেইল লিষ্ট থাকে তা আপনার স্থায়ী সম্পদ; কাজে লাগবে যে কোন বিজনেস এর জন্য।
Yoonla ধাপে ধাপে আপনার সকল প্রকার ট্রেনিং এর ব্যবস্থা করবে; কিভাবে ই-মেইল লিষ্ট তৈরী করবেন এবং সেল করবেন।
আপনি যখন গ্রাহকদের কোন অফার দিবেন তারা তাদের ই-মেইল দিবে যার মাধ্যমে ইয়োনলা পরবর্তী ৩ টা প্রডাক্ট অফার করবে।
Yoonla Digital Marketing Products সমূহ:
Twitter মারকেটিং
Twitter এ পাঠক আছে যার তাদের আলোচনা ব্যাবস্যা নিয়ে ভাবে; এবং সেখানে আপনি Twitter মারকেটিং করতে পারেন।
YouTube Marketing Excellence
সব সময় কার্যকর না হলেও YouTube Marketing ও ভার ট্রাফিক দেয়।
Email Marketing Excellence
88% of marketers are able to generate a positive return on their marketing investment with email!
এক্ষেত্রে Email Marketing সফলতা প্রায় ৮৮%
Check out All 3 Products HERE==>
এলিট মেম্বরশীপ সাইনআপ করার পর ইয়োনলা ডোমেইন, হোস্টিং এবং অটো-রেসপন্ডার ক্রয়ের জন্য সাজেস্ট করে। ইয়োনলা টিমকে বা আপনার রেফার হ্যান্ডকে লগইন ক্রেডিসসিয়ার দিলে তারা আপনার সমস্ত বিজনেস অটোমেশন সেটআপ করে দিবে।
আপনি যদি সিপিএ, এ্যাফিলিয়েট বা যে কোন ইন্টারনেট মারকেটিং করতে চান তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে। তবে মনে রাখবেন বিনিয়োগই যথেষ্ট নয় বরং সেটার যথাযথ কৌসুলী ব্যবহার বেশী গুরুত্বপূর্ণ যার নিশ্চয়তা বিধান করে Yoonla.
Yoonla তে এলিট মেম্বর হিসাবে কাজ শুরু করতে মোট কত খরচ হয়?
আপনার প্রয়োজন মোট:
১। ডোমেইন = ১৫ ডলার /বৎসর
২। ওয়েব হোষ্টিং = ২ ডলার /মাস (পরিবর্তনশীল)
৩। অটোরেসপন্ডার =১৫ ডলার /মাস
প্রতিটি লিড/রেফারেলে আমার কমিশন কত?
Yoonla প্রতিটি লিড এর জন্য পে করে ২-৪ ডলার। আপাতত এটা যথেষ্ট মনে নাও হতে পারে কিন্তু এট একটা সিপিএ অফার। শুধুমাত্র ফ্রি সাইনআপ করলেই আপনি পাচ্ছেন ২-৪ ডলার, তাদের কোন কিছু ক্রয় করারও দরকার নাই।
কাউকে দিয়ে ফ্রি সাইনআপ করানো অতটা কঠিন নয় আর তারা যদি একাউন্ট আপগ্রেড করে তাহলে আপনি অনেক বেশী আয় করতে পারবেন।
মিনিমাম Payout কত?
না, কোন মিনিমাম payout নাই। মাসের শেষ তারিখে আপনার পেমেন্ট এপ্রোভড হবে এবং সকল লিড চেকের পর পরের মাসের ১৫ তারিখের পর পেমেন্ট রিলিজ করে।
পেমেন্ট গেটওয়ে পেপাল।
সুতরাং, আপনি যদি অনলাইন মারকেটিং করে সফলতার হাসি হাসতে চান, গড়তে চার ডিজিটাল লাইফ ষ্টাইল তাহলে আজই জয়েন করুন Digital Lifestyle with Yoonla সিপিএ/এ্যাফিলিয়েট মারকেটিং জগতে।
এই লেখা ভাল লাগলে কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও জানাতে পারেন। আপনার মতামতের প্রেক্ষিতে এডিট করা হবে, এডিটিং ক্রেডিট থাকবে আপনার।
হ্যাপি এ্যাফিলিয়েট মারকেটিং!!